কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর আহমদ। জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক তিনবারের সাংসদ নওাব আলী আব্বাস খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ২৮ নভেম্বর দুপুর ২টায় সহকারি রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল লাইছ এর কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করে গণমাধ্যমকর্মীদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
বক্তব্যের শুরুতেই ‘বাংলাদেশের কোন ভোটার স্বাধীনতা বিরোধী নয়’ এমনটি দাবি করে সুলতান মনসুর বলেন, ‘আমি মনে করি বর্তমানে বাংলাদেশে যারা ভোটার এরা কেউই স্বাধীনতা বিরোধী শক্তি নয়। আমাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) ৭ দফার ১১ দাবিতে উল্লেখ আছে, যুদ্ধপরাধী ছাড়া দেশের ৫৪ হাজার বর্গমাইলের যারা নাগরিক, তারা সবাই এদেশের সমান ব্যক্তিত্ব। স্বাধীনতা বিরোধী-অবিরোধী বলে কোন বিষয় নাই। সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের।
মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা সম্পর্কে তিনি বলেন, ‘যারা অপশাসনের বিরুদ্ধে তারাই প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের। যারা দূর্ণীতি, লুটপাট, গুম-খুনরে বিরুদ্ধে তারাই মুক্তিযুদ্ধের পক্ষের। মুক্তিযুদ্ধ মানে ব্যাংকের টাকা বিদেশে পাঠানো নয়। মুক্তিযুদ্ধ মানে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করা নয়।
দেশের বীর সন্তানদের ভূমিকা তুলে ধরে সুলতানআরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বা অন্যান্য নেতৃবৃন্দ যেমন তাজউদ্দিন, মুজিবনগর সরকারসহ জেনারেল আতাউল গনি ওসমানীর নেতৃত্বে সেক্টর কমান্ডাররা ছিলেন জেনারেল জিয়াউর রহমান, জেনারেল শফিউল্লাহ, জেনারেল খান মোশাররফ তিন ব্রিগেড ছিলেন বা হাজার হাজার সামরিক বাহিনী, মুজিব বাহিনীর সদস্যরা ছিলেন তারা কিন্তু লুটপাটের বা টাকা আত্মসাতের জন্য, দেশ ধ্বংস করার জন্য এই বাংলাদেশকে স্বাধীন করেন নাই। স্বাধীনতা লক্ষ্য ও মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে গণতন্ত্র। তাই ৫৪ হাজার বর্গমাইলের ভিতরে যারা ভোটার আছেন তারা সবাই স্বাধীণতার পক্ষের লোক এবং আমার বন্ধু বলে আমি মনে করি। পরিশেষে তিনি ‘জয় বাংলা, জয় ধানের শীষ, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের বলে বক্তব্য শেষ করেন।
Post Views:
0