কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মহাজোটের (যুক্তফ্রন্ট থেকে) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ২৮ নভেম্বর বিকালে সহকারি রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল লাইছ এর কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা শেষে গণমাধ্যমকর্মীদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্তকালে শাহীন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তি মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। কুলাউড়ার মানুষকে নিয়ে উন্নয়ন, শান্তি-শৃংখলা বজায় রাখবো। কুলাউড়াবাসী মহাজোটের পক্ষে ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার আহবান জানান। মনোনয়ন জমাদানের পূর্বে এম এম শাহীন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে গেলে তাকে স্বাগত জানান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, দপ্তর সম্পাদক সি এম জয়নাল আবেদিন, ত্রান বিষয়ক সম্পাদক গৌরা দে, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো: শাহজাহান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, বর্তমান সভাপতি আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মইনুল ইসলাম সবুজ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, ভাটেরা ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, পৌর যুবদলের সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল মনি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ফজলে নূর, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়হাম রুমেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি প্রমুখ।
কুলাউড়াবাসী মহাজোটের পক্ষে ঐক্যবদ্ধ
