কমলগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে কমলগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে কমলগঞ্জ প্রেস ক্লাবে সুজনের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আহমদ সিরাজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ৪ পাতার লিখিত বক্তব্য পাঠ করেন সুজন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত। এসময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক রাবেয়া খাতুন ও সাইফুর রহমান। জহর লাল দত্ত লিখিত বক্তব্যে বলেন, নানা ঘটনা প্রবাহের পর অবশেষে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সকল দলের অংশগ্রহনে ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সচ্ছ, কারসাজিমুক্ত ও বিশ্বাসযোগ্য হওয়া। এজন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে সুজন সংবাদ সম্মেলনে বলে সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সকল দরেল প্রার্থীদের সমাজ সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আচরণ বিধি মেনে চলতে বাধ্য করতে হবে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনভাবেই কোন দলের পক্ষে প্রভাবিত না করা। মনোনয়ন পত্র জমাদানকারীদের হলফনামা বিধি মোতাবেক এই হলফনামা সুজনের কাছে প্রদান করলে সুজনই তা জনগণের কাছে প্রকাশ করতে পারবে।
Post Views:
0