ষ্টাফ রিপোর্টারঃ
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মৌলভীবাজার-৩ আসনে (সদর ও রাজনগরে) আ’লীগ ও বিএনপির প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস জানা যায়, মনোনয়ন জমাকারীরা হলেন আ’লীগের মনোনীত প্রার্থী নেছার আহমদ, বিএনপি’র এম নাসের রহমান, বিএনপির বিকল্প প্রার্থী এম নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের, বামগণতান্ত্রিক জোট সমর্থিত বাসদের মঈনুর রহমান মগনু, খেলাফত মজলিসের আহমদ বিলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ জাসদের আব্দুল মছব্বির, ইসলামী শাসনতন্ত্রের মোঃ আছলাম ও বিএনএফ এর আশা বিশ্বাস মনোনয়ন জমা দিয়েছেন।
Post Views:
0