কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন। ২৮ নভেম্বর বুধবার বিকালে সহকারি রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। দলের বিদ্রোহী হয়ে মনোনয়নপত্র জমা দেয়ায় তাৎক্ষনিক তাকে দলীয় সকল পদপদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষদিন বুধবার বেলা ৩টায় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন। এতে অফিসে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা ক্ষুব্দ হন। এক পর্যায়ে কর্মিদের হাতে লাঞ্চিত হয়ে অফিস থেকে বেরিয়ে যান। শেষতক বিকেল পৌনে ৫টায় দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদানকালে আওয়ামী লীগের কোন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন না।
এব্যাপারে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু জানান, যদি কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হন, কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাকে এবার দল থেকে চিরতরে বহিষ্কার।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ২০০৮ সালের মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম জানান, তিনি (আব্দুল মতিন) সুলতান মো. মনসুরকে বিজয়ী করতে এই চক্রান্ত করছেন। ইতিপূর্বে ২০১৪ সালের নির্বাচনেও দলের সাথে তিনি বেঈমানী করেছেন। দলের সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।
বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমার পর সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করে বলেন, আপনারা শুধু বাঁকা প্রশ্ন করেন। আপনাদের সাথে কোন কথা বলবো না। আমি শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি।
কুলাউড়া আ’লীগ সভাপতি আব্দুল মতিন এমপি দল থেকে বহিষ্কার
