বিশেষ প্রতিনিধিঃ
মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে দলীয় মনোনয়ন জমা দেয়ার সময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আ’লীগের মনোনীত প্রার্থী নেছার আহমদ ও বিএনপি’র মনোনীত প্রার্থী এম নাসের রহমান মোখামুখি হলে উভয়ই কোশল বিনিময় করে কোলাকুলি করেন। একজন অপর জনের সাথে থাকা নেতাকর্মীদের সাথেও কর্মমর্দন করেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে এক সুহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। উভয় দলের প্রার্থীই দলের জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন।
জানা যায়, বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমাদেন আ’লীগের মনোনীত প্রার্থী ও সংগঠনের জেলা সভাপতি নেছার আহমদ। তিনি বাহির হয়ে যাওয়ার সময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির মনোনিত প্রার্থী ও সংগঠনের জেলা সভাপতি নাসের রহমান। এসময় উভয় প্রার্থী কোলাকুলি করেন ও নেতাকর্মীদের সাথে কোশল বিনিময় করেন। শেষে একজন অপর জনের সার্বিক খোঁজ খবর নেন। কোশল বিনিময়ের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
মৌলভীবাজারে আ’লীগ ও বিএনপি প্রার্থী’র কোলাকুলি
