স্টাফ রিপোর্টার:
ক্লীন ক্যাম্পাস গড়ার লক্ষে মৌলভীবাজার সরকারি কলেজে বিন বিতরণ করেছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু।
সোমবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজের ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী ও উপাধ্যক্ষ সাইফুদ্দিন আহমদ এর কাছে তিনি বিনগুলো হস্থান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক্ষ মো: মনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় জাকের আহমদ অপু বলেন, মৌলভীবাজার সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। কিন্তু উন্নয়নের দিক দিয়ে এই কলেজ পিছিয়ে। তাই উন্নয়নের লক্ষে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তাদের পাশি ছিলাম ও ভবিষ্যৎ এ থাকব। এর ধারাবাহিকতায় আমরা এই কলেজকে ক্লীন ক্যাম্পাসে গড়ে তুলব। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এবং নতুন ৬তলা ভবন অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।
জাকের আহমদ অপু দীর্ঘ কয়েক বছর ধরে কলেজের বিভিন্ন উন্নয়ন ও ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সরকার কর্তৃক নতুন ভবন অনুমোদন, কলেজে সিসি ক্যামেরা স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ, মাস্টার্স ও অনার্সের আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে। এবং বিভিন্ন দাবী বান্তবায়নে প্রক্রিয়াধীন রয়েছে।
ক্লীন ক্যাম্পাস গড়ার লক্ষে ছাত্রনেতা জাকের এর বিন বিতরণ
