স্টাফ রিপোর্টার:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে নৌকার প্রার্থী মনোনিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
সোমবার সকালে নেছার আহমদ নিজ নির্বাচনী এলাকায় আসলে তাকে ফুলেল বরণ করেন দলের হাজারো নেতাকর্মীরা। সকালে ঢাকা থেকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় আসেন তিনি। শেরপুরে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকিল আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজলসহ অন্যান্যরা।
পরে শেরপুর থেকে অর্ধ শতাধিক গাড়ীর বহর নিয়ে মৌলভীবাজার শহরে আসেন তিনি। এরপর হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর মৌলভীবাজার ৩ নির্বাচনী এলাকা রাজনগর উপজেলার দিকে গাড়িবহর ও মোটরসাইকেল দিয়ে শোডাউন দিয়ে যান।
উল্লেখ্য, গত রবিবার মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান নেছার আহমদ। তিনি দলের সভানেত্রীর স্বাক্ষরিত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মৌলভীবাজার ৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন আরো ৭ জন।
Post Views:
0