কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ১ যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীবাজার ইউনয়িনের বনবিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, বনবিষ্ণুপুর গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩) বাড়ির বাইরে ধানের খলায় (ধান শুকানোর স্থান) নতুন সংযোগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার রাত ৮টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুন্না সিনহা বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ।
কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
