কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পশ্চিম কর্মধা গ্রাম থেকে বুধবার শিল্পি আক্তার (৩০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিল্পি ওই এলাকার রশীদ মিয়ার স্ত্রী এবং একই উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত ইউনুছ মিয়ার মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, শিল্পির স্বামীর সাথে বিগত কয়েকদিন যাবৎ দাম্পত্য কলহ চলছিলো। গত বুধবার বেলা ৩টার দিকে এমন একটি ঘটনার জেরে সে ঘরের তীরে সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
থানার এসআই ইয়াসিন মিয়া জানান, বুধবার ২১ নভেম্বর সন্ধ্যায় শিল্পির স্বামীর বাড়িতে গিয়ে ঘরের বিছানা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশের ময়নতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।