কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনে অবৈধ কোয়ার্টার ভাড়া ও বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষাধিক টাকা আদায় শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রেলওয়ের উর্ধ্বতন কতৃপক্ষ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। গত ১৯ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে ২১ নভেম্বর রেলওয়ের উর্ধ্বতন কতৃপক্ষে লোকজন এসে অবৈধ বিদ্যুৎ সংযোগগুলো বিচ্ছিন্ন করে। এদিকে প্রকাশিত এই সংবাদকে কেন্দ্র করে স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে মুঠোফোনের মাধ্যমে একটি চক্র হুমকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী ইউসুফ আহমদ ইমন কুলাউড়া থানায় সাধারণ ডায়রি (জিডি নং-১০৮৬, ২২/১১/১৮) করেছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসা জানান, জিডির মাধ্যমে বিষয়টি জেনেছি। তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে।
Post Views:
0