ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে ছিনতাইকৃত নগদ ২০ হাজার টাকা এবং ছিনতাই কাছে ব্যবহৃত মোটরসাইকেলসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, চলতি মাসের ১৭ নভেম্বর বিকালে এনজিও আশা’র শিমুলতলা ব্র্যাঞ্চের ম্যানেজার এহতেশাম হায়দার চৌধুরী স্থানীয় ৩টি সমিতি থেকে মোটরসাইকেল যোগে ১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন। এসময় এম ইসরাইল আলী উচ্চ বিদ্যালয়ে পিছনে অন্য একটি মোটরসাইকেলে থাকা ৩ ছিনতাইকারী উনার গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ছিনতাই কওে মনুব্যারেজ এলাকা দিয়ে পালিয়ে যায়।
পুলিশ ওই এলাকার সিসি ক্যামেরা দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করে। পরে পুলিশ সিসি ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করে ছিনতাইকারী দলের সদস্য সদর উপজেলারর সরকার বাজার এলাকার সুজিত দাস (২৪) কে সনাক্ত করে বুধবার রাতে আটক করে। তার স্বীকারোক্তিতে অন্য তিন ছিনতাইকারীকেও আটক করে। আটককৃতরা হলেন, সদর উপজেলার সুলতানপুর এলাকার সৈয়দ মোজাহিদ (২৮), বনশ্রী একালার মো. কামরুল খাঁন (২৪) এবং রায়শ্রী এলাকার মো. ইমারানকে (২৫) আটক করে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়েছে।
নগদ টাকা ও মোটরসাইকেলসহ ৪ ছিনতাইকারী আটক
