স্টাফ রিপোর্টার:
দেশের ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ ব্যবসা এবং শিল্পখাতকে অগ্রাধিকার দিয়ে শরীয়াহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর ৭৪তম মৌলভীবাজার শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের চৌমুহনাস্থ কার্যালয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। ব্যাংকের পিআরডি একেএম জাহির উদ্দিন ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কর্মাস ইন্ডাষ্ট্রির সভাপতি মো: কামাল হোসেন, ইউনিয়ন ব্যাংক লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, ব্যাংকের ব্র্যাঞ্চ অপারেশন কন্ট্রলার ডিভিশন এর প্রধান মো: মঈন উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো: ইউসুফ আলী, এডভোকেট মামুনুর রশীদ, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু, ইউনিয়ন ব্যাংক লি: এর জিন্দাবাজার শাখার প্রধান হুমায়ুন কবীর, এসএভিপি মো: আবুল কালাম।
অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন মৌলভীবাজার দেওয়ানী মসজিদের খতিব মাও: মো: আকিল উদ্দিন।
Post Views:
0