স্টাফ রিপোর্টার:
সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলার ১১১টি কেন্দ্রে রবিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবছর জেলায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অনুপস্থিত ছিলো ১৯২৪ জন শিক্ষার্থী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে জেলায় মোট পরিক্ষার্থী ছিলো ৪৭৩০৫ জন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ৪৩ হাজার ৯শত ৮৭ জন। ছাত্র ২০ হাজার ৪১১জন এবং ছাত্রী ২৩ হাজার ৫৭৬ জন। এদিকে ইবতেদায়ীতে পরিক্ষার্থী ৩৩১৮ জন। এর মধ্যে ছাত্র ১৯৮৯জন এবং ছাত্রী ১৩২৯ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খাঁন জানান, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে জেলায় মোট উপস্থিত পরিক্ষার্থী ছিল ৪৫৩৮১ জন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ৪২ হাজার ৩শত ৯১ জন। ছাত্র ১৯ হাজার ৪৬৯জন এবং ছাত্রী ২২ হাজার ৯২২ জন। অনুপস্থিত ১৫৯৬জন। এদিকে ইবতেদায়ীতে উপস্থিত ছিলো ২৯৯০ জন। এবং অনুপস্থিত ছিলো ৩২৮ জন।
Post Views:
0