ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর উপজেলা) আসনে লাঙ্গলের মনোনয়ন প্রত্যাশি জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি তরুণ নেতা বেলায়েত আলী খাঁন জুয়েল। ইতি মধ্যে তিনি দলীয় হাইকমান্ডের কাছে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি সভা, সমাবেশ, মতবিনিময় ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন। ভোটারদের সুখে-দুঃখেও অংশ গ্রহণ করছেন।
মনোনয়ন প্রত্যাশি জুয়েল খান মৌলভীবাজার প্রতিদিনকে বলেন, জাতীয় পার্টির দলীয় মনোনয়ন কিনে জমা দিয়েছি। এখন সাক্ষাৎকার এর অপেক্ষায় আছি। তিনি মৌলভীবাজার ও রাজনগরের সর্বস্থরের মানুষের দোয়া ও আশির্বাদ চেয়েছেন।
পাশাপাশি তার সমর্থকদেরও শহরের বিভিন্ন পয়েন্টে ব্যানার, ফেষ্টুন, বিলবোর্ড, তোরণ ও পোস্টার লাগাতে দেখা যায়। দিন গড়ানোর সাথে সাথে তার প্রচারণার মাত্রাও বাড়ছে।
লাঙ্গলের মনোনায়ন প্রত্যাশি জুয়েল
