কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আকস্মিকভাবে সড়ক ধারের একটি বড় গাছ ভেঙ্গে পড়ে সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথ সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনাটি ঘটে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং বলেন, শনিবার সকাল ৯টায় আকস্মিকভাবে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের উপর। ফলে সকাল ৯টা থেকে এ পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন বন কর্মীদের সাথে নিয়ে এসে গাছটি কেটে অপসারণ করলে এক ঘন্টা পর সকাল ১০টায় আবারও সড়ক যোগোযোগ স্বাভাবিক হয়।
আকস্মিক গাছ ভেঙ্গে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল বন্ধ
