ষ্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে (সদর ও রাজনগর উপজেলায়) থেকে নৌকার মনোনয়ন চেয়েছেন আ’লীগের আট নেতা। ওই ৮ জনের মধ্যে রয়েছেন একই পরিবারের আপন বড় ভাই’র স্ত্রী (ভাবী) ও দেবর। উভয়ই দলীয় মনোনয় জমা দিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকারও দিয়েছেন। এনিয়ে নির্বাচনী এলাকায় অনেকটা কৌতুহল সৃষ্টি হয়েছে।
মৌলভীবাজার-৩ থেকে এবার নৌকার মনোনয়ন প্রত্যাশিরা হলেন, বর্তমান সংসদ সদস্য ও সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়মীলীগের সভাপতি নেছার আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য ও সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সোয়েব, সাবেক বৃটিশ কাউন্সিলার এম এ রহিম (সিআইপি), স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, চেম্বারের সভাপতি কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল ও প্রয়াত মন্ত্রী মহসীন আলী’র ভাই সৈয়দ লিয়াকত আলী।
এরই মধ্যে সৈয়দ লিয়াকত আলী প্রয়াত সমাজকল্যাণ ম
নৌকার মনোনয়ন প্রত্যাশি ভাবী দেবর
