স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
রোববার সকালে ঢাকার ধানমন্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। পরে তা পূরণ করেই জমাও দিয়েছেন।
সুব্রত পুরকায়স্থ ছাত্রলীগের রাজনীতি দিয়েই তার রাজনৈতিক জীবন শুরু। একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। এখন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ফুলতৈল গ্রামের বাসিন্দা। ছোট বেলা এখানেই বেড়ে উঠেছেন। জগৎসী গোপাল কৃষ্ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে প্রয়োজনের তাগিদে সিলেট চলে যান। বর্তমানে সিলেট ও মৌলভীবাজারে তার ব্যবসা বাণিজ্য রয়েছে।
এবিষয়ে সুব্রত পুরকায়স্থ বলেন, “মাটির টানে তিনি মৌলভীবাজারের মানুষের সেবা করতে চান। মানুষের সেবা করতে হলে জনপ্রতিনিধিত্ব থাকতে হয়। দলের নেতাকর্মীদের সমর্থনে তিনি মনোনয়নপত্র কিনেছেন। নেত্রী যদি আমায় মনোনয়ন দেন তবে আমি নির্বাচন করবো। তবে মনোনয়ন না পেলে যিনি দল থেকে মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।”
মৌলভীবাজার-৩ আসনে আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন সুব্রত পুরকায়স্থ
