স্টাফ রিপোটার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য ও সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সোয়েব।
ঢাকার ধানমন্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয় থেকে শুক্রবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। পরদিন শনিবার বিকেলে জমা দেন।
আব্দুল মালিক তরফদার সোয়েব বিভিন্ন সময়ে দেশ ও দলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। সাবেক এই ছাত্রনেতা ১৯৮৬ সালে নির্বাচিত হন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি। ১৯৮৬ থেকে ৮৮ সালে ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এরপর দেশ ও বিদেশে আওয়ামীগের বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে আব্দুল মালিক তরফদার সোয়েব বলেন, “তিনি জীবণের বাকি সময় মৌলভীবাজারের উন্নয়ন ও মানুষের সেবা করতে চান।মৌলভীবাজারকে আধুনিক ও মডেল এলাকা হিসেবে বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। দলীয় নেতাকর্মী ও জনগণের সমর্থনে তিনি মনোনয়নপত্র কিনেছেন। নেত্রী যদি আমায় মনোনয়ন দেন তবে আমি নির্বাচন করবো। তবে মনোনয়ন না পেলে যিনি দল থেকে মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করে যাবেন বলে জানান তিনি।
মৌলভীবাজার-৩ মনোনয়ন ফরম জমা দিলেন ভিপি সোয়েব
