স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। রবিবার (১১ নভেম্বর) ধানমন্ডির দলের রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এবার আওয়ামীলীগের মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন।
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনটি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত। মৌলভীবাজার সদর উপজেলায় ১২টি ইউনিয়ন ও রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৯০০ জন। তার মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫০০ জন।
মৌলভীবাজার-৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করা জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ মুজিবীয় আদর্শকে লালন করে আসছেন স্কুল জিবন থেকে। রাজনৈতিক পথচলা শুরু করেন ১৯৭৭ সালের শেষের দিকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৮৪ সালে জেলা যুবলীগের আহ্বায়ক, ১৯৮৯ সালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৬ সালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ২০১৭ সালের ২৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন স্কুল মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন দীর্ঘদিন। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও মৌলভীবাজার জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
দলের মনোনয়ন পেতে ইতিমধ্যে তিনি নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ শুরু করেছেন। পাশাপাশি তার সমর্থকরাও শহরের বিভিন্ন পয়েন্টে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ ও পোস্টার লাগাতে দেখা যাচ্ছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রচারণার মাত্রাও বাড়ছে। ইতিমধ্যে নেছার আহমদ দলীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও মতবিনিময় করছেন। সততা ও নিষ্ঠাকে সামনে রেখে এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, বর্নাঢ্য রাজনৈতিক জিবনে এ নেতা একজন ন্যায় বিচারক হিসেবে জেলাবাসির কাছে পরিচিত মুখ। বিভিন্ন সামাজিক কাজে সব সময় তাকে দেখা যায়।
স্থানীয় ভোটারদের কাছে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদের গ্রহনযোগ্যতাই বেশী বলে মনে করেন অনেকে। এদিকে রাজনগর উপজেলার বেশীরভাগ ইউপি চেয়ারম্যান নেছার আহমদের মনোনয়নের পক্ষে সভা-সমাবেশও করেছেন। তাদের মতে নেছার আহমদ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। নেতা-কর্মীদের যেকোন সমস্যায় তাকে কাছে পাওয়া যায়। এমনকি তারা মনে করেন নির্বাচনে নেছার আহমদ নৌকার কান্ডারী হবেন। নেছার আহমদ দলীয় মনোয়ন পেলে এ আসনে আওয়ামীলীগের বিজয় সু-নিশ্চিত।
এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ মনোনয়ন পাওয়ার জন্য জুড়ালো কাজ করে যাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্ধদ্ধিতার জন্য সব ধরনের প্রস্তুতিও রয়েছে নেছার আহমদের। এজন্য তিনি মৌলভীবাজার ও রাজনগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেছার আহমদ
