স্টাফ রিপোর্টার:
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভি ৮ বছর পেরিয়ে ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে মৌলভীবাজারে র্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ নভেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে কেক কাটা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মোহনা টিভির জেলা প্রতিনিধি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেল এলাহি কুটির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাবেক প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, প্রেসক্লাব সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, ডিবিসি জেলা প্রতিনিধি পান্না দত্ত, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম, ইমজা সভাপতি শাহ অলিদুর রহমান, সাধারণ সম্পাদক বিকুল চক্রবতী, ৭১ টিভির প্রতিনিধি আহমদ মিল্লাদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ।
অনুষ্ঠানে জেলার ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে মোহনা টিভি’র প্রতিষ্টা বার্ষিকী পালিত
