স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় অভিযান চালিয়ে সোমবার দুপুরে পৌর শহরের পূর্ব গীর্জাপাড়া থেকে ইয়াবাসহ অনুপম সেন প্রকাশ শান্ত নামে এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক পূর্ব গীর্জাপাড়ার অসীম সেনের ছেলে।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোক্তার উদ্দিন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) উত্তম পাল, সিপাহী আবুল কালাম আজাদ ও তামান্না সুলতানা প্রমুখ।
এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।