স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৮০ কোটি টাকা ব্যয়ে সোমবার দুপুরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
রাজনগর কলেজের অধ্যক্ষ জিলাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উন্নয়ন কাজ গুলোর মধ্যে রয়েছে রাজনগর উপজেলার ২টি কলেজের আইসিটি ভবন, রাজনগর টেকনিক্যাল কলেজ, রাজনগর ফায়ার সার্ভিস ষ্টেশন, ১৪টি উচ্চ বিদ্যালয় ও ১৫টি মাদরাসার উর্ধমুখী ভবন।
মৌলভীবাজারে ভিত্তিপ্রস্তর স্থাপন
