কমলগঞ্জ প্রতিনিধি:
পদোন্নতি জনিত বদলী কারণে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কামুদপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিল্লুর রহমানের সভাপতিত্বে ও নিরঞ্জন কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন শাহীন আহমেদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের অশোক কুমার শীল, মাওলানা হারুনুর রশিদ, মিন্টু ঘোষ, আরাফাত আদনান সায়মন।
অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।