বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করবে। এতে সরকারের ব্যয় হবে ২ কোটি ৮৮ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মো. শাহাব উদ্দিন। স্বাগত বক্তব্য দেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর জেহিন সিদ্দিকী, কাউন্সিলর রেহান পারভেজ রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ প্রমুখ।
বড়লেখায় লাইসিয়াম স্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
