স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে রবিবার থেকে যাত্রা শুরু করল মামার বাড়ী রেস্টুরেন্ট। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারী পদের খাবার সাজানো হয়েছে। যাত্র শুরুর প্রথম দিনেই ক্রেতাদের প্রচুর ভিড় শুরু হয়েছে। অথিতিয়তায় এবং মনোরম পরিবেশে আপনি খেয়ে আসতে পারেন মামার বাড়ী রেস্টুরেন্টে।
রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মামার বাড়ী রেস্টুরেন্ট এর স্বত্বাধীকারী মুহিবুর রহমান আকাশ, আলী টেড্রার্স স্বত্বাধীকারী ইউসুফ আলী, নিউ আল-ফালাহ স্বত্বাধীকারী মুক্তাদির হোসাইন, ব্যবসায়ী তাহমিদ আহমদ, মাওলানা ফরমুজ আলী ও মাওলানা আকিল উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মুহিত।