ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী এলাকায় গরীব কন্যা দায়গ্রস্থ এবং অসহায় ৫টি পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে হামিদা-রহিম মেমোরিয়াল পরিষদ।
২ নভেম্বর বাদ জুম্মা হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের পক্ষ থেকে গরীব এবং অসহায় ৫টি পরিবারকে চেক হস্তান্তর করেন হামিদা-রহিম মেমোরিয়াল পরিষদের ডিরেক্টর বৃন্দের ফুফু আছিয়া বেগম। জামাল আহমেদের পরিচালনায় উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের পক্ষ থেকে গরীব ও অসহায় লোকদের এরকম সহযোগিতা অতীতেও করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের নেত্রীবৃন্দ জানিয়েছেন।
এ সময় হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের পক্ষ থেকে জগৎসীর আমির মিয়ার মেয়ের বিয়ের যাবতীয় খরচের টাকা প্রদান করা হয়। এছাড়া আরোও চারটি পরিবারকে নগদ ১৫ হাজার টাকা করে ৪টি চেক প্রদান করা হয়।
পরিষদের ডিরেক্টর রেমিট্যান্সের অগ্রদূত যুক্তরাজ্য প্রবাসী এম. এ. মুকিত, এম. এ. মিলাদ ও এম. এ. মুবিন বলেন তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মৌলভীবাজারে কন্যা দায়গ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান
