বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ অ্যাসল্ট মামলায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ওই মামলায় মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন-উপজেলা বিএনপির প্রচার স¤পাদক আব্দুল কুদ্দুস স্বপন ও ছাত্র বিষয়ক স¤পাদক আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির প্রচার স¤পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ইকবাল হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপির আহবায়ক লোকমান হোসেন বায়েছ, পৌর বিএনপির অর্থ বিষয় স¤পাদক মো. সফিকুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মো. রায়হান মুজিব ও আব্দুল মালিক, উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিপার আহমদ।
বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ বৃহস্পতিবার বিকেল চারটায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পুলিশের ওপর হামলা কোনো ঘটনাই ঘটেনি। অথচ পুলিশ ঘটনাটি সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের আসামি করে মামলাটি করেছে।’ তিনি নেতাকর্মীদের কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।
আদালত সূত্র জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সকাল সাড়ে ১১টার দিকে বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীকে অবরোধ সরানোর জন্য বললে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বাদি হয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীর নামোল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০জনকে আসামি করে অ্যাসল্ট মামলা করেন।