স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইকরাম হোসেন সহ আট বিএনপি নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এর আগে ঘটনাস্থল থেকে আলমগীর হোসেনকে (২৩) এবং ওই দিন রাতেই টেংরাবাজার থেকে পিকলু আহমদ (২৮) কে আটক করে পুলিশ।
জামিন না মঞ্জুরকৃত আসামীরা হলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইকরাম হোসেন, আব্দুল হক, রিজন মিয়া, আউয়াল চৌধুরী, এডভোকেট শিউলী, জামাল, বাবলা, মিটু ও মিজান।
উল্লেখ্য, তারেক জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে এবং বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত ১০ অক্টোবর দুপুরে রাজনগর আইডিয়েল হাইস্কুলের সামনে জড়ো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। রাজনগর থানার এসআই সুজন কান্তি পাল বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২২-২৫জনকে আসামী করে এ মামলা দায়ের করেন (মামলা নং-১১)।
এ প্রসঙ্গে বিএনপি নেতা রুমেল খান বলেন, এই মামলা একটি গায়েবী। যা সরকারের নির্দেশেই করা হয়েছে। ওই দিন পুলিশের সাথে কোনো রকম সংঘর্ষ হয়নি। হামলা না হয়েও পুলিশ এসল্ট মামলা হয় কিভাবে তা আমার বোধগম্য নয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, বাকী আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।