শেরপুর প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সেন্টার কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকেলে খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সভাপতি হাজী আহমদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ ফিরোজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক আনকার আহমদ, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু সহ জেলা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসীন তার বক্তব্যে বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিজয়ের জন্য কাজ করুন।
জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ তার বক্তব্যে বলেন , মৌলভীবাজার আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। আপনারা সমালোচকদের সমালোচনায় কান না দিয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করুন।
পরে জেলা আওয়ামীলীগের সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খলিলপুর সেন্টার কমিটি ঘোষণা করেন।
খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের জাতীয় সংসদ নির্বাচনের সেন্টার কমিটি গঠন
