স্টাফ রিপোর্টার:
ইনার উইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর উদ্যোগে বুধবার বিকেলে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে পিএসসির শির্ক্ষাথীর মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
সৈয়দা খায়রুননেছা ইয়াসমিনের সভাপতিত্বে এবং মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়োজিদ খান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, প্রধান শিক্ষক সেলিনা আহমেদ, মো.বদরুর রহমান চৌধূরী।
অনুষ্ঠানে শুরুতে ইনার উইল ক্লাব এর প্রার্থনা পত্র পাঠ করেন শাহরিন সুলতানা। ইনার উইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর সদস্যদের সহযোগিতায় শিশু কল্যাণ বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক অপরাজিতা রায়, শাহীনা বেগম, গুলশান আরা চেšধুুরী, সদস্য ইসমত আরা মুন্নী, সৈয়দা মাহবুুবা রহমান, নিলুফা জেসমিন মুক্তি বেলাল তালুকদার, নাজমা আক্তার, সীমা রানী পাল ,মোহাম্মদ নাসিম, সুজিতা ভট্রাচার্য্য, রোকেয়া মাহবুব প্রমুখ।





















