স্টাফ রিপোর্টার:
‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ,এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে মৌলভীবাজার সার্কিট হাইসের মুন হলে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন ও যুব প্রশিক্ষক হাসান আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।
বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, প্রশিক্ষ্তি যুব সুদিপ্তা দাশ, যুব সংগঠক হাসান মাহমুদ। পরে অতিথিরা যুব ঋনের চেক, সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন।
Post Views:
0