স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামলীগের মনোনয়ন প্রত্যাশি সাবেক ব্রিটিশ কাউন্সিলর এম এ রহিম (সিআইপি) সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে মিলিত হন। বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এম এ রহিম (সিআইপি) সমর্থন গোষ্ঠির উদ্যোগে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এসময় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি শিক্ষানুরাগী এম এ রহিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা) নিয়ে আমার কিছু ডায়নামিক পরিকল্পনা আছে। ইতি মধ্যে কিছু কাজ আপনাদের চোখের সামনে দৃশ্যমান। বাকীগুলো নির্বাচিত হলেও করব না হলেও কাজ চালিয়ে যাব। মৌলভীবাজার বাসীর উন্নয়নে তিনি জীবনের বাকী সময়টুকু কাটানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, তার সহোদর ভাই সমাজসেবক মুজিবুর রহমান মুজিব, মজম্মিল হোসেন নানু, সুলেমান আহমদ, হাজী জসির আহমদ, সাত্তার মিয়া, আব্দুল মুহিত ও মৌলা মিয়া প্রমুখ।
মৌলভীবাজার-৩ সাংবাদিকদের সাথে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি রহিমের মতবিনিময়
