স্টাফ রিপোর্টার:
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
জেলা জাসদ সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন নজরুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র জাসদ নেতা সালেহ মনসুর, কুলাউড়া উপজেলা সভাপতি আশিকুর রহমান ফটিক, সাধারণ সম্পাদক আলমগীর আলম শাহান, সদর উপজেলা আহবায়ক হারুনুর রশীদ, রাজনগর উপজেলা সভাপতি হুমায়ূন কবীর ময়ূন, সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী, জেলা যুবজোট আহবায়ক খন্দকার তোফায়েল আহমদ ও জেলা ছাত্রলীগ নেতা তাওহিদ আনোয়ার তন্ময় প্রমুখ।
মৌলভীবাজারে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
