কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ-আদমপুর সড়েকর তিলকপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিলকপুর গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে সম্প্রতি মোটর সাইকেলের আঘাতে নিহত তিলকপুর গ্রামের গৌরহরি সিংহের মর্মান্তিক মৃত্যুর বিচার দাবী করা হয়। রুপেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সুরজিৎ সিনহার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বলরাম সিংহ, বাবুল সিংহ, ব্রজচাঁদ সিংহ, শাহীন আহমেদ, শাব্বির এলাহী, সালাহউদ্দিন শুভ, সাদিুকুর রহমান শামু।
বক্তারা সম্প্রতি মোটর সাইকেল চালকের বেপয়োরা আঘাতে নিহত তিলকপুর গ্রামের গৌরহরি সিনহার হত্যাকান্ডের বিচার ও নিরাপদ সড়কের দাবী জানান।
কমলগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
