কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে শব্দকর শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় ও বৃত্তি প্রদান করা হয়েছে।
৩১ অক্টোবর বুধবার সকাল ১০ টায় প্রয়াস কমলগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও প্রতাপ শব্দকরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক গবেষক আহমদ সিরাজ, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, শামসুননাহার পারভীন, সাজেদুর রহমান, শাহীন আহমেদ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজে অধ্যয়নরত কমলগঞ্জ উপজেলার ৪৫ জন শব্দকর শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।