কমলগঞ্জ প্রতিনিধি:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর অর্থায়নে মৌলভীবাজারের কমলগঞ্জে ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ২ কোটি ৮৮লক্ষ ৩২ হাজার টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মোতালিব তরফদার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আরিফুল ইসলাম খান, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ইকবাল চৌধুরী, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিদ আলী, বিআরডিবি’র চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Post Views:
0