জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে ৯টি মামলার সাজাপ্রাপ্ত আসামী মহিউদ্দিন রাসেল (৩৮) কে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বন্দর এলাকা থেকে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে গ্রফতার করেছে জুড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত রাসেল জুড়ী উপজেলার উত্তর সাগরনালের মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, রাসেল দীর্ঘদিন থেকে মানুষের সাথে প্রতারণা করে (টাকা দ্বিগুন বানিয়ে দিবে বলে) আসছিল। এ নিয়ে থানা ও আদালতে বেশ কয়েকটি মামলা হয়। তার বিরুদ্ধে সিআর- ৩৬/১৫ এক বছর সাজা ও ২২ লক্ষ টাকা জরিমানা, ৫১/১৬, ১১৬৬/১৪, ১ বছর সাজা ও ১০ লক্ষ টাকা জরিমানা, সি আর ৮৮৬/১৪, ৪০৫/১৫, ১ বছর সাজা ও ৪ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা, সি আর ১৩০৯/১৪, ২০১৫/১৬, ১ বছরের সাজা ও ১০ লক্ষ টাকা জরিমানা, ৫৭/১৪, ৫৯৭/১৬, ২ মাসের সাজা ও ৩৫ হাজার টাকা জরিমানা করেন মৌলভীবাজার দায়রা জজ আদালত।
অপরদিকে জমি সংক্রান্ত অপর এক মামলায় শিব্বির আহমদ (২৮) নামের আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিব্বির উপজেলার দূর্গাপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।