ফ্রান্স প্রতিনিধিঃ
তীব্র শীতে এখন কাঁপছে গোটা ইউরোপ। ফ্রান্সে মঙ্গলবার রাতে বড় তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে ফ্রান্স আবহাওয়া অফিস! এদিকে হঠাৎ করে তীব্র শীতে ব্যবসা বাণিজ্যে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া বাসা বাড়ি থেকে বের হচ্ছেননা জনসাধারণ। তাই বাংলাদেশী অধ্যুষিত গার্দ নর্দে চা আড্ডায় সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা।
বিশেষ করে দক্ষিণ ফ্রান্সে তীব্র শীত আর তুষার ঝড়ে ওইসব এলাকার মানুষের জনজীবন ইতিমধ্যে বিপর্যস্ত। আজ রাতে ফ্রান্সের বিভিন্ন স্থানে বড় তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বরফের স্তর ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। ফ্রান্স সরকার জনগনকে সর্তক হয়ে চলাচলের নির্দেশ দিয়েছে এবং রাস্তায় চলাচলরত যানবাহনের প্রতি বিশেষ নির্দেশনা ও ড্রাইভারদের প্রতি সতর্কতার পরামর্শ দিয়েছে।
Post Views:
0