ষ্টাফ রিপোর্টারঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে শহরের শমসেরনগর রোডে জেলা বিএনপির একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি এসআইবিএল ব্যাংক-এ সামন থেকে শুরু হয়ে চৌমুহনা চত্বর অতিক্রম করে চাঁদনীঘাট ব্রীজ এর সম্মুখে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা তাঁতীদলের আহবায়ক আব্দুর রকিব সাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল, আব্দুস সালাম, ফারুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, সহ-সভাপতি আহমেদ আহাদ ও আমিরুল ইসলাম সাহেদ প্রমুখ।