ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সোমবার রাতে প্রেসক্লাবে মতবিনিময় সভায় মিলিত হন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নর জবাবে তিনি মৌলভীবাজারের উন্নয়ন ও অগ্রগতির প্রত্যয় ব্যক্ত করে বলেন, নৌকা প্রতীক না পেলেও তিনি মৌলভীবাজারবাসীর উন্নয়নে সর্বদা কাজ করবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক ছালেহ এলাাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ ও সৈয়দ হুমায়েদ আলী শাহিন প্রমুখ।