কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সাফাত আলী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ (এমপি) একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৫৭ লক্ষ টাকা ব্যায়ে ভবনটির শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মো. জুয়েল আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাফাত আলী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা, আব্দুল হান্নান প্রমুখ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।