কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের অন্তর্ভূক্ত বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিকল হয়ে যাওয়ায় প্রায় ৫১ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিলো স্টেশনটি।
২৬ অক্টোবর শুক্রবার সকাল ১১টা থেকে ২৮ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিলোনা স্টেশনে। প্লাটফর্ম ও ওয়েটিংরুমসহ আশপাশ এলাকা অন্ধকারে থাকায় চরম নিরাপত্তাহীনতা ও বিপাকে পড়েছিলেন যাত্রী সাধারণ। স্টেশনে বড় কোনো জেনারেটর না থাকায় বিকল্প ছোট জেনারেটর দিয়ে রেশনিং পদ্ধতিতে ট্রেনের যাত্রার সময় শুধু টিকেট প্রদান করা হয়েছিলো। এ কারণে টিকেট কাউন্টারে অগ্রিম ট্রেনের টিকেট সংগ্রহ করতে আসা যাত্রী সাধারণ পড়েন বিপাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে হচ্ছে তাদের। দুইদিন ও দুইরাত অন্ধকারে ট্রেনের জন্য অপেক্ষমান ছিলেন যাত্রীরা। এসময় তারা স্টেশনে টোকাই ও ছিনতাইকারীর ভয়ে আতংকিত ছিলেন। অবশেষে ঢাকা থেকে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন ট্রান্সফরমার এনে তা প্রতিস্থাপন করায় ৫১ ঘন্টা পর রোববার আড়াইটার দিকে বিদ্যুতের আলো দেখলো কুলাউড়া রেলওয়ে জংশন।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মফিজুল ইসলাম বলেন, শুক্রবার সরকারী ছুটি থাকায় রেলওয়ে বিদ্যুৎ প্রকৌশলী ও কর্মচারীরা আসেননি। একটি জেনারেটর থাকায় শুধুমাত্র ট্রেনের সময় হলে সেটি চালু করে যাত্রীদের টিকেট প্রদান করা হয়।
সিলেট বিভাগীয় প্রকৌশলী (কুলাউড়ার দায়িত্বে থাকা) আসাদ উদ দৌলা বলেন, শনিবার রাতে ঢাকা থেকে ট্রান্সফরমার আনা হয় । রোববার দুপুরে তা প্রতিস্থাপন করার পর এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
৫১ ঘন্টা পর বিদ্যুৎ এলো…

sdr