কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগর ইসলামীয়া দাখিল মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচন-২০১৮ সম্পন্ন হয়েছে। রোববার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদিন উৎসব মূখর পরিবেশে অভিভাবকরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে ইবতেদায়ী শাখায় দুই প্রার্থীর মধ্যে একজন এবং দাখিল শাখায় চার প্রার্থীর মধ্যে তিনজন বিজয়ী হয়েছেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা তৈয়বুর রহমান। কুলাউড়া থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন পুলিশের একটি টিম।
প্রিজাইডিং অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সুষ্টু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান, নির্বাচনে ইবতেদায়ী শাখার ৯২ জন অভিভাবকের মধ্যে ৬৯ জন অভিভাবক এবং দাখিল শাখার ৪৭৬ জন অভিভাবকের মধ্যে ৩২২ জন অভিভাবক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে দাখিল শাখায় অভিভাবক সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন নুরুল আমিন (আনারস প্রতীকে) ১৯৬ ভোট, আব্দুল লতিফ কলা (ছাতা প্রতীকে) ১৫৯ ভোট, আব্দুল মজিদ (বই প্রতীকে) ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শামছুদ্দিন (চেয়ার প্রতীকে) ১১৭ ভোট পেয়ে পরাজিত হন। এদিকে ইবতেদায়ী শাখায় আব্দুল গফুর (ফুটবল প্রতীকে) ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং প্রতিদ্বন্ধি প্রার্থী সাবেক ৩বারের অভিভাবক সদস্য আব্দুল মালিক সাতির (মাছ প্রতীকে) ২৯ ভোট পেয়ে পরাজিত হন।