কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২৭ অক্টোবর বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক সুহেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মানিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, শিক্ষানুরাগী ফাহমিদা চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সেলিম আহমদ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রাথমিক শিক্ষায় সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট পদকপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামসহ অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Post Views:
0