ষ্টাফ রিপোর্টারঃ
“প্রাণি জগৎকে জানি, প্রাণি বৈচিত্র্য সংরক্ষন করি” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সরকারী কলেজের উদ্যোগে বৃহস্পতিবার ৫ম প্রাণি বিদ্যা অলিম্পিয়াড সিলেট অঞ্চল সম্পন্ন হয়েছে।
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সিলেট বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মৌলভীবাজার সরকারী কলেজ থেকে র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী’র সভাপতিত্বে ও প্রাণি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রোকসানা সুলতানার পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, নায়েম এর প্রাক্তন মহাপরিচালক ও প্রাণি বিদ্যা অলিম্পিয়াড এর আহবায়ক প্রফেসর খান হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাণি বিজ্ঞান সমিতির সহÑসভাপতি মন্মথ নাথ সরকার, প্রাণি বিজ্ঞান সমিতি সিলেট বিভাগের আঞ্চলিক সম্পাদক ও শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ ফারুক মিয়া ও মৌলভীবাজার সরকারী কলেজের প্রাণি বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সেলিম প্রমুখ।
৫ম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড ২০১৮ সিলেট অঞ্চলে বিভাগের ১৫টি কলেজের ৩৩৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক ও খ বিভাগে লিখিত ও মৌখিক পরিক্ষায় ৪জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। ক বিভাগ থেকে কমলগঞ্জের বিএফ শাহীন কলেজের নুসরাত জাহান নিশা ও জুড়ী তৈয়বুন নেছা খানম একাডেমির পল্লব দাস। খ বিভাগ থেকে উত্তীর্ণ হন মৌলভীবাজার সরকারী কলেজের ফারিয়াতুল আজরা ও চুমকি রাণী ধর।
মৌলভীবাজারে প্রাণি বিদ্যা অলিম্পিয়াড সিলেট অঞ্চল সম্পন্ন
