ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পৌর হল রুমে মৌলভীবাজারের উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুপের পক্ষ থেকে গার্বেজ বিন প্রদান করা হয়।
পৌর মেয়র মো: মো:ফজলুর রহমান এর সভাপতিত্বে ও চৌধুরী মোহাম্মদ মেরাজ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, সংগঠনের উপদেষ্ঠা এডভোকেট মো: আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, পৌর প্রকৌশলী আবুল হোসেন খান, কানাডা প্রবাসী কমিউনিটি নেতা সাহাব উদ্দিন আহমদ, ক্যাম্পেইনার ও সদস্য মো: সেলিম আহমদ, সাংবাদিক আকমল হোসেন নিপু, হাসনাত কামাল ও ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুপের সদস্য সিরাজুল হাসান, আলিম আল মুনিম প্রমুখ। অনুষ্ঠান শেসে সংগঠনের পক্ষ থেকে পৌর মেয়রের হাতে ৪০টি গার্ভেজ বিন তুলে দেয়া হয়।
Post Views:
0