শেরপুর প্রতিনিধি:
আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার শেরপুরে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন ও নৌকার পক্ষে গণ সংযোগ করেছে জেলা আওয়ামীলীগের একাংশ। এসময় তাদের সাথে ছিলেন সদর উপজেলা ও খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাতে তারা সদর উপজেলার শেরপুর, সরকার বাজার এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে প্রচারণা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ, যুবলীগ নেত্রী সৈয়দা সানজিদা শারমিন, খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হাজী আহমদ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সহ সভাপতি আশরাফ আলী সহ উপজেলা আওয়ামীলীগের সদস্য, বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামীলীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ।