স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব।
মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছে। দেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই মন্তব্য করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান, মির্জা বেলাল বেগ, সাবেক ছাত্রনেতা গৌছ উদ্দিন নিক্সনসহ কৃষকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।