স্টাফ রিপোর্টার:
“উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় অংশ গ্রহনের লক্ষে মৌলভীবাজারেও অনুষ্ঠিত হয় এই মেলা।
জেলা প্রশাসনের আয়োজনে গত ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা শেষ হওয়ার ৮ দিন পার হলেও মাঠ থেকে এখনো সরানো হয়নি মেলার অপদ্রব্য। যার ফলে প্রতিনিয়ত মাঠে ঘুরতে ও খেলতে আসা জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছেন মাঠে আসা বিভিন্ন ধরনের ক্রিড়া প্রেমী শিক্ষার্থীরা।
প্রতিদিন বিকেল হলেই শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খেলতে আসেন শতাধিক ক্রিকেট ও ফুটবল প্রেমি খেলোয়াড়। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন শিক্ষার্থী। মাঠের এই বেহাল অবস্থা দেখে খেলা প্রেমিকরা কেউ ফিরে যাচ্ছেন বাসায়, কেউ আবার বসে বসে অন্যান্যদের খেলা উপভোগ করছেন। বড় মাঠ থাকায় অনেক অভিভাবকরা বাচ্চাদেরকে বিকেলের মনোরম পরিবেশে ঘুরতে এবং অনেকে বাচ্চাদেরকে সাইকেল চালানো শিখার জন্য নিয়ে আসেন।
প্রতিবেদক সরেজমিন গিয়ে দেখতে পান, মেলার পুরো মাঠ জুড়ে লোহা কাগজ, পলিথিন, ইটের টুকরো, তারের টুকরো, কর্কশীটের টুকরো ও ওয়ান টাইম গ্লাসসহ ইত্যাদি। আর উন্নয়ন মেলার এসব অপদ্রব্য প্রতিনিয়ত বিস্তার করছে সম্পূর্ণ মাঠে।
এদিকে গত কয়েক দিনের থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণের ফলে এসব আবর্জনায় মাঠের অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে।
মাঠে খেলতে আসা মোঃ নিয়াজ, রায়হান ও নাহিদ বলেন, বন্ধুদের নিয়ে মাঠে খেলতে আসলাম। কিন্তু ময়লা আবর্জনার কারণে আর খেলা হলো না। অন্য কোনো মাঠও নেই যে সেখানে গিয়ে খেলবো।
ক্ষোভ প্রকাশ করে ইয়াসিন আরাফাত নামের এক খেলোয়াড় বলেন, উন্নয়ন মেলার আগে থেকেই আমাদের একটা টুর্নামেন্ট চলছে। মেলা থাকায় কয়েক দিনতো আর মাঠে খেলা হয়নি। এখন মাঠে মেলার আবর্জনা থাকায় খেলতে অসুবিধা হচ্ছে।
মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব জানান, মেলা শেষ হওয়ার সাথে সাথেই মাঠ পরিষ্কার করা উচিত ছিল। মাঠটি খেলার উপযোগি করে দেয়ার খুবই প্রয়োজন। বাচ্চারা এখানে খেলাধুলা করবে।
এ বিষয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা হবে ।